Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাড়ির আশ-পাশ পরিস্কার রাখুন ডেংগু থেকে মুক্ত থাকুন
Details

 

মশা বাহিত মারাত্মক রোগগুলির মধ্যে একটি হল ডেঙ্গি, সঠিক পরিচর্যা করা হলে প্রতিরোধ করা যেতে পারে। এই রোগ থেকে নিরাপদ থাকার সহজ উপায় হল আপনার আশেপাশে মশার বংশ বৃদ্ধি হতে না দেওয়া।

1. আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

2. যেকোন স্থান বা বা‌ড়ির আশেপাশে জল জমতে দেবেন না। এইটা খুভি বিপজ্জনক কেনোকি মশারা স্থির জলে টিকে হি আসে। জলটা নোংরা বা পরিষ্কার, ওইটার উপর নির্ভর করে না।

3. আপনার বাড়িতে লুকানো মশা মারতে বাড়ির কোণে প্রতিদিন কালা হিটের মতো মশা মারা স্প্রে দিয়ে স্প্রে করুন।

4. আপনার ভিজে জঞ্জাল আলাদা রাখুন এবং ডাস্টবিনে (ঢাকনা সহ) ফেলে দিন।

5. এই বর্ষায়, আপনার ডেঙ্গি থেকে সংক্রমণের সম্ভাবনা আছে/জমা তাজা জল বাড়ার কারণে প্রচন্ড হারে মশা বাড়ছে; এই সময়ে নিরাপত্তার সমস্ত পদ্ধতি ব্যবহার করতে হবে।

6. শরীরের কোন স্থান উন্মক্ত থাকবে না এমন কাপড় জামা পড়ুন।

7. মশা মারা ক্রিম লাগান এবং সর্বদা নিজের সঙ্গে রাখুন।

8. ভোরবেলা ও সন্ধ্যায় বেশিরভাগ সময় বাড়ির দরজা এবং জানালা বন্ধ রাখুন।

9. একদিন ব্যবহারের পর আপনার হ্যান্ড টাওয়েল পরিবর্তন করুন।

10. আপনার ভেজা কাপড় জামা ও জুতো শুষ্ক কাপড় জামা থেকে দূরে রাখুন। এছাড়াও, ভিজেটা যত শীঘ্র সম্ভব শুকানোর চেষ্টা করুন।

11. কেবল আমাদের বাড়ি নয় আমাদেরকে আমাদের এলাকা ও শহর উভয়ই পরিষ্কার রাখতে হবে। যেখানে আপনি অপরিষ্কার নর্দমা দেখতে পাবেন সেখানে সেটার জন্য কিছু ব্যবস্থা করুন। আপনার স্থানীয় ‘রেসিডেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ বা কমিউনিটি হেডের মতো দায়িত্ব নিন।


Images
Attachments
Publish Date
04/09/2023
Archieve Date
31/12/2025