১৯৯৩ সালে ২৪০ জন শিক্ষর্থী ও ১২ জন শিক্ষক নিয়ে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়।
আল হাজ্ব সিরাজ উদ্দীন বিদ্যালয়টির সম্পূর্ন ৪ বিঘা জমি দান করেন।
বর্তমানে ইহারে কার্যক্রম আরও বেগিভুত হয়ে ১২০০ জন শিক্ষাথী ও ১৫ জন শিক্ষক নিয়ে পরিচালিত হচ্ছে।
অত্র বিদ্যালয়ের প্রধান মোঃ আমীনুর রহমান সফলতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জেলা সদর থেকে বাসযোগে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে জীবননগর গামী বাসে উঠতে হবে তার জীবন নগর বাসস্ট্যান্ডে নেমে
সরাসরি বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ে আসা যাবে।